রাশিয়ায় বিমান দুর্ঘটনায় ২৮ জনের নিহত- উদ্ধার কর্মকর্তা

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের নিকটবর্তী ওখটস্ক সাগরে আজ মঙ্গলবার অন্তত ২৮ আরোহীসহ একটি এন-২৬ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে কামচাটকার পালানা নামক একটি গ্রামের দিকে যাচ্ছিল উড়োজাহাজটি। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় উড্ডয়ন করে যাত্রা করেছিল উড়োজাহাজটি।

পালানা গ্রামের মেয়র ওলগা মোখিরেভাও এতে আরোহী হিসেবে ছিলেন বলে জানা গেছে।

রাশিয়ার এভিয়েশন মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৮২ সালে তৈরি দুই ইঞ্জিনের উড়োজাহাজটিতে ২২ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।

 

এদিকে উদ্ধার কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটিতে থাকা ২৮ জনের কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া আন্তনোভ কোম্পানির তৈরি এএন-২৬ মডেলের দুই ইঞ্জিনের টার্বোপ্রোপ উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে, রাশিয়ার জরুরি বিভাগ তা খুঁজে পেয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আরআইএ।

জরুরি বিভাগ জানিয়েছে, বেশ কয়েকটি জাহাজ সেদিকে রওনা হয়েছে।

Comments (০)
Add Comment