রাষ্ট্রপতি উরুগুয়ের পথে লন্ডন পৌঁছেছেন

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১১ দিনের সফরে উরুগুয়ে যাওয়ার পথে লন্ডনে পৌঁছেছেন। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

বিমানবন্দরে অভ্যর্থনার পর আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে রাষ্ট্রপতি হামিদকে পার্কলেনে লন্ডন হিল্টনে নিয়ে যাওয়া হয়। সেখানে যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিরা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

১১ দিনের উরুগুয়ের সফরের অংশ হিসেবে রাষ্ট্রপতি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে লাতাম এয়ারলাইন্সের ফ্লাইট (এলএ ৮০৮৫) যোগে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি ১ মার্চ মন্টেভিডিওতে উরুগুয়ের প্রেসিডেন্সিয়াল কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন। উরুগুয়ে থেকে ফিরে এসে আবদুল হামিদের ৫-৬ মার্চ লন্ডনে কিছু বেসরকারি সূচিতে যোগ দেয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি হামিদ ৭ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Comments (০)
Add Comment