লাঠি দিয়ে মূল্য কমাতে পারবেন না- পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান

স্টাফ রিপোর্টার:  জিনিস পত্রের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ ভালো কথা। তার জন্য তো লাঠি শোটার দরকার হয় না। আপনি লাঠি দিয়ে মূল্য কমাতে পারবেন না। মূল্য কমাবার জন্য আপনাকে নীতি গতভাবে কিছু কাজ করতে হবে। সেটা সরকার করছে আপনিও নাগরিক হিসাবে নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

লাঠি নিয়ে রাস্তায় নেমে এটা ভালো কোন উদাহরণ নয়। বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান এমপি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আমরা সভ্য জাতি, আমরা শিক্ষিত জাতি হচ্ছি আমরা লাঠি শোটা এটা। তাও আমার গ্রাম হাওয়র এলাকা সুনামগঞ্জে ছোট বেলায় দেখতাম এগ্রামের লোক ঐগ্রামের লোককে ডাকে। ডাকের মাইর বলতো আমাদের দেশে। এগুলা আমদের দেশের ঐগুলো লোকেরা করেনা। আর যদি ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, খুলনা শহরে আমরা এগুলা করি রাজ নৈতিক স্বার্থে । এটা আমি দুঃখ পাই, ব্যতিত হই, লজ্জা পাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোঃ সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার প্রফেসর মোঃ আবদুস সালাম সহ অনেকে উপস্থিত ছিলেন।