লালপুরে ফেসবুকে ওসি পরিচয়ে টাকা দাবির অভিযোগে  যুবক গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার (ওসি) পরিচয়ে টাকা দাবি করায় সোহেল রানা (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার তাকে নাটোর আদালতে পাঠানো হয়। সোহেল রানা উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের চাঁদের আলীর ছেলে।

লালপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, লালপুর থানায় তিনি নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা াহসেবে যোগদানের পর তার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে ওই একই এলাকার জেহের উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের কাছে টাকা দাবি করা হয়। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল রানার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিমকার্ড ও স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোহেল রানা গত ১০ ডিসেম্বর থেকে দুপুর ১-০৫ থেকে ১-১৯ টা পযর্ংন্ত তার মোবাইল ফোনে ডযধঃংঅঢ়ঢ়-এ লালপুর থানার ওসির ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে ছদ্মবেশ ধারণ করে প্রতারণা করার কথা স্বীকার করে।এঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করে সোহেল রানাকে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments (০)
Add Comment