শত কোটির ক্লাবে অজয়ের শততম ছবি

বিনোদন ডেস্ক: অজয় দেবগনের ১০০তম ছবি ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ প্রবেশ করল ১০০ কোটির ক্লাবে। চলতি বছরে এটাই বলিউডের প্রথম একশো কোটি আয়ের ছবি।

প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোনের জেএনইউ যাত্রাকে সমর্থন জানিয়ে ছবি মুক্তির আগের দিনই ‘ছপাক’কে মধ্যপ্রদেশে করমুক্ত ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথ। এমনকী, দীপিকার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেও অভিনেত্রীকে বিশেষ সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার।

কেন্দ্রের বিরোধী দল শাসিত রাজ্যগুলি ‘ছপাক’-এর পাশে দাঁড়ালেও অজয় দেবগনের সমর্থনে সুর চড়িয়েছিল বিজেপি সমর্থকরা। সেই সূত্র ধরেই অজয় দেবগনের ছবি ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’কে করমুক্ত করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

অজয় দেবগন অভিনীত পঞ্চমবারের মত কোনও ছবি নাম লিখিয়েছে ১০০ কোটির ক্লাবে । অন্যদিকে, ২০১৩ সালে ‘রেস টু’র পর এই প্রথম সাইফ আলি খানের কোনও ছবি ১০০ কোটির মুখ দেখল।

তবে তুলনামূলকভাবে দীপিকা পাডুকোন অভিনীত ‘ছপাক’ ৬ দিনে মোট আয় করেছে মোট ২৬.১৭ কোটি টাকা।

Comments (০)
Add Comment