শিবগঞ্জের জিলানি মোড় থেকে ফেনসিডিলসহ ২ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :: চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ৮৯ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর গ্রামের জিলানী মোড়ে অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার পয়েশ উদ্দিনের ছেলে তারেক আলী (৩৪) ও একই এলাকার নূর ইসলামের ছেলে জিহাদ ইসলাম (১৯)। প্রেস-বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে শিবগঞ্জ থেকে ইজিবাইকে মাদক নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদরের দিকে আসছে। খবর পাবার পর দ্রুত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জিলানি মোড়ে অভিযান পরিচালনা করে ৮৯ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে তারেক ও জিহাদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় ১ টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Comments (০)
Add Comment