শীতে চেহারা সতেজ রাখতে

লাইফস্টাইল ডেস্ক: শীত আসলে সতেজতা হারিয়ে চেহারায় ক্লান্তির ছাপ যেন লেগেই থাকে। এমন ক্লান্ত মুখ নিয়ে কাজে-কর্মেও মন বসতে চায় না অনেকের। এটা অনেকেই বিরক্তিবোধ করেন। কিন্তু খুব সহজেই ক্লান্তি দূর করে ফিরিয়ে আনতে পারেন চেহারার সতেজ ভাব।

শীতে চেহারার ক্লান্তি দূর করতে ব্যবহার করতে পারেন ফেসিয়াল মিস্ট। যা নিমিষেই দূর করে মুখের ক্লান্তি। এনে দেয় সতেজভাব।

আপনি চাইলে ঘরে বসে সহজেই বানাতে পারেন ফেসিয়াল মিস্ট। কীভাবে বানাবেন জেনে নিন…

একটি পাত্রে তিন কাপ ফুটানো পানিতে আধা কাপ পুদিনা পাতা দিন। পানি ঠান্ডা করে একমুঠো গোলাপের পাপড়ি দিয়ে আবার ১৫ মিনিট পানি ফুটাতে দিন। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ঠান্ডা করে নিন।

ঠান্ডা হলে পানি ছেকে বোতলে ভরে আধা চামচ লেবুর রস ও কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে ঝাঁকিয়ে নিন। এরপর যখনই ক্লান্ত লাগবে মুখে একবার স্প্রে করে নিন ফেসিয়াল মিস্ট। নিমিষেই দূর করুন চেহারার ক্লান্তি। সারাদিন থাকুন সতেজ ও আনন্দময়।

Comments (০)
Add Comment