সাপাহারে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে অনুষ্ঠিতব্য চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে মধইল বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে মধইল বালিকা উচ্চ বিদ্যালয়, সূর্যমূখী কিন্ডারগার্টেন ও মধইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মধইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহ: প্রধান শিক্ষক এবাদুর রহমান ও সূর্যমূখী কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক ফাহাদ ফরহারে পরিচালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অুষ্ঠানে আলহাজ্ব ওয়াসিফ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইহাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যমূখী কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল ইসলাম, সূর্যমূখী কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আলহাজ্ব ইসরাইল আলী, মধইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, মধইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম সহ প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ,শিক্ষার্থী, অবিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও এ ধরনের ব্যতিক্রমী আয়োজনে খুশি হয়ে প্রধান অতিথি সূর্যমূখী কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক, মধইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মধইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পুরস্কৃত করেন।

Comments (০)
Add Comment