সাহস থাকলে নিরপেক্ষ নির্বাচন দিন – ফখরুল

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের প্রতি আস্থা এবং সাহস থাকলে নিরপেক্ষ সরকার ও সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দিন। এত ভীত হবেন না সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যাই হয় তা মেনে নেব।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার দুপুরে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার ফর চেইঞ্জ নামক একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বের করতে সংলাপের উদ্যোগ নিন। দাম্ভিকতা পরিহার করুন। দেশ বিভক্ত করার চক্রান্ত থেকে বের হয়ে এসে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।

ফখরুল বলেন, বীর উত্তম জিয়াউর রহমানের সমাধি সরানোর ষড়যন্ত্র করছেন। করতেই পারেন। আপনাদের হাতে বন্দুক, অস্ত্র আছে, কিন্তু এসব দিয়ে কিছু টিকিয়ে রাখা যাবে না। জিয়াউর রহমানের পদক কেড়ে নিয়ে তার বিরুদ্ধে অশ্লীল, অশ্রাব্য কথা বলে কোনো লাভ হবে না। দিজ ইজ জিয়াউর রহমান। জনগণ তাকে ধারণ করে। ফখরুল আরও বলেন, মাঝে মধ্যে মনে হয়, কে সরকার? কোথায় সরকার? ভিনিউজ।

Comments (০)
Add Comment