সিরিয়ায় হামলা শিগগিরই নাও হতে পারে

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় কখন হামলা করা হবে তা আমি কখনোই বলিনি।
বৃহস্পতিবার এক টুইটে তিনি এ কথা বলেছেন। ট্রাম্প বলেন, হামলা কখন হবে আমি তা স্পষ্ট করিনি। হামলা খুব শিগগিরই হতে পারে, আবার খুব শিগগিরই নাও হতে পারে।
তার প্রশাসন মধ্যপ্রাচ্যে আইএস (ইসলামিক স্টেট) নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দাবি করেন ট্রাম্প।
গত বুধবার (১১ এপ্রিল) এক টুইটে ট্রাম্প সিরিয়ায় স্মার্ট ক্ষেপণাস্ত্র হামলা হবে বলে ঘোষণা করে বলেছিলেন, রাশিয়া প্রস্তুত হও। চমৎকার স্মার্ট বোমা আসছে।
এরপরই ধারণা করা হচ্ছিল খুব শিগগিরই সিরিয়ায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতে পারে আমেরিকা ও তার মিত্র দেশগুলো।
তবে রাশিয়া এর আগে বলেছে, সিরিয়াকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কোনো ক্ষেপণাস্ত্র ছুড়লে তা ভূপাতিত করা হবে। প্রয়োজনে যেখান থেকে হামলা হবে সেখানেও হামলা করবো। ব্রেকিংনিউজ/

Comments (০)
Add Comment