সেরা ক্লাব এওয়ার্ডে পুরস্কৃত হলো রাবি সায়েন্স ক্লাব

রাবি প্রতিনিধি: বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্লাবের মধ্যে সেরা ক্লাব হিসেবে পুরস্কৃত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব। ২৯ জুলাই (শনিবার) ক্লাবটিকে এওয়ার্ড তুলে দেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ। YCI Leadership Award এর জন্য ৩০০ টি বিশ্ববিদ্যালয় ক্লাব নমিনেশন জমা দেয়।

এগুলোর মধ্যে ভিডিও প্রেজেন্টেশন, অনলাইন ভোটিং এবং সর্বশেষ জুরি বোর্ড এর সামনে ভাইভা প্রদানের পর সেরা ক্লাব হিসেবে প্রথম ১৫ তে জায়গা করে নেয় ক্লাবটি। এওয়ার্ড গ্রহনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মো. আব্দুল লতিফ, সহ-সভাপতি নাজনীন আরা নিশু ও করিমা খাতুন, সাধারন সম্পাদক মাসুদ, কোষাধ্যক্ষ শেখ সৈকত এবং সায়েন্স ফ্যান সম্পাদক শরিফুর রহমান ৷

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব একটি অলাভজনক বিজ্ঞানপ্রেমী সংগঠন। বিজ্ঞানমনস্ক জাতি গঠনের উদ্দেশ্যে ২০১৫ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। বিজ্ঞান চর্চা চলমান রাখার উদ্দেশ্যে ক্লাটি ধারাবাহিকভাবে বিজ্ঞানমেলা, ওয়ার্কশপসহ, বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করে আসছে।

Comments (০)
Add Comment