সোমালিয়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে বহু লোক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার দেশটির মুদুক অঞ্চলের গালকাইয়ো শহরের একটি হোটেলের সামনে এ গাড়ি বোমা হামলা চালানো হয়।

দেশটির স্থানীয় এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাড়িটির  চালক হোটেল প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করছিল। তাকে বাধা দেয়ায় বাইরে পার্ক করে রাখা একটি সামরিক পিকআপে সজোরে ধাক্কা দিয়ে আত্মঘাতী এ বিস্ফোরণ ঘটায় চালক।

মেজর আলী উমর নামে ওই সামরিক কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত ৭ জন নিহতের কথা শুনেছি। হতাহতদের অধিকাংশই বেসামরিক লোক। আহত অবস্থায় অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।‘

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল শাবাব এ হামলা চালিয়েছে। তবে কোনও গোষ্ঠী এখনও হামলার দায় স্বীকার করেনি।

Comments (০)
Add Comment