স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে পুঠিয়ায় তথ্যআপা’র বিশেষ উঠান বৈঠক

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ শ্লোগানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের একটি মাদ্রাসায় রাজশাহী তথ্য আপা প্রকল্পের পুঠিয়া তথ্যকেন্দ্র এই বৈঠকের আয়োজন করেন।

তথ্যআপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) কার্যক্রম চলছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার রাজশাহীর চেয়ারম্যান মর্জিনা পারভীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, ভালুকগাছী ইউপি চেয়ারম্যান মোঃ তাকবীর হাসান, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন ও আব্দুস সামাদ, তথ্য সেবা কর্মকর্তা কামরুন নাহার, তথ্যসেবা সহরকারী সাদিয়া সুলতানা পাখি ও রবি খাতুন সহ অনেকে।