হাইতির রাজধানীতে সহিংসতায় এক সপ্তাহে নিহত ৮৯

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে এক সপ্তাহে অপরাধচক্রের সহিংসতায় অন্তত ৮৯ জন নিহত এবং কয়েকডজন লোক আহত হয়েছে। একটি মানবাধিকার গ্রুপ বুধবার একথা জানায়। এএফপির বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, নিত্যপণ্য মূল্য বৃদ্ধি এবং জ্বালানি সংকটের পাশাপাশি নতুন করে সহিংসতার কারণে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি তলানিতে ঠেকেছে।

পোর্ট-অ-প্রিন্সের কাছে সোলেইল এলাকায় গত সাত জুলাই দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে।

ন্যাশন্যাল হিউম্যান রাইটস ডিফেন্স নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, ‘ওই সহিংসতায় অন্তত ৮৯ জন নিহত হয়েছে এবং ১৬ জন নিখোঁজ রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘এতে ৭৪ জন গুলিবিদ্ধ হয়ে কিংবা ছুরিকাঘাতে আহত হয়েছে।’