৪৫ দিন পর মালদ্বীপের জরুরি অবস্থা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক : টানা ৪৫ দিন জরুরি অবস্থা থাকার পর তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জরুরি অবস্থা তুলে নেয়া হয়।
প্রেসিডেন্টের দপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে নিরাপত্তা বাহিনীর পরামর্শে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকলেও, জাতি এখন সংকট মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
দেশের নয়জন বিরোধী রাজনৈতিক নেতার পক্ষে উচ্চ আদালতের একটি রায় দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে এই জরুরি অবস্থা জারি করা হয়েছিলো।
প্রথমে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হলেও পরবর্তীতে পার্লামেন্টের অনুমোদন নিয়ে প্রেসিডেন্ট ইয়ামিন আরো ৩০ দিনের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে দেন। গত ৫ ফেব্রুয়ারি এই জরুরি অবস্থা জারি করা হয়। ব্রেকিংনিউজ

Comments (০)
Add Comment