ইয়েমেনে সৌদি ড্রোন ভূপাতিত

0 ৩৭৩

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি জোটের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। মঙ্গলবার পশ্চিম ইয়েমেনে এ ড্রোনটি ভূপাতিত করা হয় বলে দাবি তাদের।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু জানায়, পশ্চিম ইয়েমেনের আল-হুদাইদাহ প্রদেশের আল-তুহাইতা জেলায় হুতির বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ড্রোনটি ধ্বংস হয়।

তবে সৌদি নেতৃত্বধীন জোট ও ইয়েমেনি সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানাসহ গোটা দেশ দখল করলে ২০১৪ সাল থেকে ইয়েমেন সংঘাত শুরু হয়।

২০১৫ সালে সৌদি নেতৃত্বধীন জোট হুতিদের দমনে অভিযান পরিচালনা করে। এরপর থেকে দেশটিতে সহিংসতার পরিমাণ বেড়ে যায়। এ সংঘাতের ফলে হাজার হাজার বেসমারিক ইয়েমেনি মারা যান। এছাড়া সংঘাতেরর ফলে দেশটিতে মানবিক বিপর্যয় নেমে আসে। এতে লাখ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন।

Leave A Reply

Your email address will not be published.