একদিনে আক্রান্তে রেকর্ড ৫০৩, মোট মৃত্যু ১৩১

0 ২৫৮

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় একদিনে রেকর্ড সংখ্যক ৫০৩ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৮৯ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন। মোট সুস্থ এখন ১১২ জন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।ব্রেকিংনিউজ

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যে ৪ জন মারা গেছেন তারা সবাই পুরুষ। তাদের বছয় ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তারা সবাই ঢাকায় মৃত্যুবরণ করেছেন।’

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছেন ১২৩ জন। মোট আইসোলেশনে আছেন বর্তমানে ৯৯৫ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছে ২৮ জন, এ পর্যন্ত মোট ৬২২ জন।’

তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলিয়ে আছেন ৩ হাজার ৬৯৬ জন। এ পর্যন্ত মোট  কোয়ারেন্টাইন ১ লক্ষ ৭১ হাজার ৮৪৬ জন। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৫ হাজার ৯৫ জন, এ পর্যন্ত ৮৯ হাজার ১১২ জন। বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলিয়ে আছেন ৮২ হাজার ৭৩৪ জন।’

তিনি বলেন, ‘আমাদের আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে। গতকাল ছিল ৪১৪ জন, আজ হলো ৫০৩ জন। ফলে এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে মেনে চলতে হবে। তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। সকলের সহযোগিতায়ই এ সংকট মোকাবিলা করা সম্ভব হবে।’

Leave A Reply

Your email address will not be published.