চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাটে ড্রিম একাডেমির আয়োজনে শিক্ষা বৃত্তি প্রদান 

0 ৩৫
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ৬ নং রানিহাটী ইউনিয়নের অন্তর্গত সকল প্রাথমিক ও কিন্ডার গার্টেন বিদ্যালয় সমূহের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে, শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টার সময় সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাটে আনোয়ার সুপার মার্কেটের (২য় তলায়) ড্রিম একাডেমির আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী
কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বালক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মেসবাহুর রহমান (খসরু মিয়া)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অবঃ) ও ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নূহ্।
অনুষ্ঠানে ড্রিম একাডেমি কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণী  বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝ থেকে বৃত্তি প্রাপ্ত পঞ্চম শ্রেণির ৩০ জন শিক্ষার্থীকে অর্থ বৃত্তি প্রদান করা হয়। এছাড়া পিএসসি  জিপিএ ৫ জন প্রাপ্ত শিক্ষার্থীকে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন স্কুলের বিভিন্ন শ্রেনিতে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীকে অর্থ বৃত্তি প্রদান করা হয়।
ড্রিম একাডেমির পরিচালক মোঃ আব্দুল মতিন (মাষ্টার) এর সভাপতিত্বে ও মোঃ আব্দুস সামাদ (বাবু মাষ্টার) এর সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রফিউজ্জামান, কৃষ্ণগোবিন্দপুর  উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন নতুনকুড়ি কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম (শহিদ মাষ্টার)।

Leave A Reply

Your email address will not be published.