নাইজারে বন্যায় ৩৮ জনের প্রাণহানি

0 ৮১০

niger-floodআন্তর্জাতিক ডেস্ক : নাইজারে জুন মাস থেকে ভয়াবহ বন্যা অব্যাহত রয়েছে। বিপর্যয়কারী এই প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত ৩৮ জনের মৃত্যু ও আরো ৯২ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছেন।

বুধবার জাতিসংঘের মানবিক সম্পর্ক বিষয়ক সমন্বয়কারী সংস্থা জানিয়েছে, আগস্ট মাসে প্রবল বৃষ্টিপাতের পর মৃতের এই ঘটনা ঘটেছে। এর আগে সরকারিভাবে ১৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

জাতিসংঘ সরকারি হিসেবের বরাত দিয়ে জানায়, প্রাকৃতিক এই দুর্যোগে দেশটির ২৬ হাজার গবাদীপশু মারা গেছে এবং ৯ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। কর্তৃপক্ষ ও এনজিওগুলো ইতোমধ্যেই ৫০ হাজারের বেশি মানুষের জন্য সহায়তা দিয়েছে। গৃহহীন অনেক মানুষ স্কুল ও সরকারি ভবনগুলোতে আশ্রয় নিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.