বাঁধ ভাঙা জলের তোড় থেকে রক্ষা পেলেন বহু ভারতীয়

0 ১,০৮৯

আন্তর্জাতিক ডেস্ক : বাঁধ উপচে বানভাসি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকা৷ জলের চাপে আচমকাই ভেঙে পড়ে ওরভিল বাঁধ৷ সোমবার ভোর রাতে ৩টের সময় ঘটনাটি ঘটে৷ এর জন্য অতি দ্রুত ওই এলাকা খালি করা হয়৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রায় ১,৮৮,০০০ স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়৷ যাদের মধ্যে প্রায় বেশিরভাগই ছিলেন প্রবাসী ভারতীয়৷

সূত্রের খবর অনুযায়ী, ক্যালিফোর্নিয়া সরকারের তরফে জরুরিকালীন অবস্থা জারি করা হয়৷ এছাড়াও এই পরিস্থিতে সবরকমের সাহায্য করার আশ্বাস দিয়েছেন জেরি ব্রাউন৷ পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্য হেলিকপ্টারের থেকে পাথর ফেলা হচ্ছিল৷ আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রন হচ্ছে৷ বাঁধের উপর দিয়ে আসা জলের গতি কমে গেলেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রন করা সম্ভবপর৷

আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে এলেও আগামী কিছু ঘন্টা খুবই গুরুত্বপূর্ন৷ যেকোনও সময়ই ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা৷ এরফলে ক্যালিফোর্নিয়া সরকারের তরফে জানানো হয়েছে পরিস্থিতির উপর নজর রাখতে৷

Leave A Reply

Your email address will not be published.