বাগেরহাটে করোনা ভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য ৭ জনের নমুনা সংগ্রহ

0 ২৩০

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীতে করোনা ভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য ৭ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ পর্যন্ত যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তারা সকলেই সম্প্রতি ঢাকা ও নারায়নগঞ্জ থেকে এ উপজেলায় এসেছেন। রোববার দুপুরে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডাঃ মামুন হাসান মিলন জানান, করোনার প্রাথমিক লণ থাকায় চিতলমারী সদর ইউনিয়নের পাটরপাড়া গ্রামের ২ জন, আড়ুয়াবর্ণী গ্রামের একজন, কলিগাতির একজন, বড়বাড়িয়া এলাকার ২ জন ও চরবানিয়ারী ইউনিয়নের খলিশাখালী গ্রামের একজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তারা প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। দুই থেকে তিন দিনের মধ্যে এর ফলাফল জানা যাবে তারা করোনা আক্রান্ত কিনা। যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তারা প্রত্যেকেই পুরুষ বলে তিনি উল্লেখ করেন।

Leave A Reply

Your email address will not be published.