সবাইকে মিলেমিশে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান- ভূমি মন্ত্রী

0 ১,৩৯৩

ঈশ্বরদী প্রতিনিধি : ভাষাসৈনিক, বীরমুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, আল্লাহর দরবারে দেশের উন্নয়নের জন্য সকলকে দোয়া চাইতে হবে, তবেই নিজের জন্য দোয়া চাওয়া হয়ে যাবে। তিনি সবাইকে মিলেমিশে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
রবিবার ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডা ভূমিমন্ত্রীর নিজ গ্রামের বাড়ির ঈদগাহ ময়দানে ঈদের জামায়াতের নামাজ আদায়ের প্রাক্কালে ভূমি মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সকলকে ধৈর্যশীল হতে হবে। সকলকে সমানভাবে ভালোবাসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল মানুষকে সমানভাবে ভালোবাসেন। তিনি সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। মন্ত্রী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককে প্রশ্রয় দিবেন না। তিনি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান। আজ সকাল দশটায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ অন্যান্য মুসল্লীদের সাথে ঈদের জামায়াত নামাজে অংশ নেন।
ঈদের জামাত শেষে পরে দরিদ্রদের মাঝে অর্থ বিতরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.