সরকার রূপকল্প পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0 ১,০৫৮

20161105_132257আশরাফুল আলম, বাঘা-রাজশাহী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ¦ শাহরিয়ার আলম এমপি, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ এগিয়ে চলেছে। ২০২১ সালের মধ্যে সরকারের রূপকল্প পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বিভিন্ন উন্নয়ন। আর্থ সামাজিক উন্নয়নে ক্ষুধামুক্ত সূখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নিরলশ ভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সমবায় দিবস ও বাঘা পৌর সভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সমবায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার উল্লেখ করে বলেন একক প্রচেষ্টায় যা করা অসম্ভব সমবায় পদ্ধতিতে তা সহজেই করা সম্ভব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো দারিদ্র, ক্ষুধা মুক্ত, সুখি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা। তার সুযোগ্যকন্যা  জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করছেন।
শনিবার সকালে উপজেলা প্রসাশন ও সমবায় দপ্তর আয়োজিত  সমবায়ের দর্শন “টিকসই উন্নয়ন” প্রতিপাদ্য সামনে নিয়ে র‌্যালী জাতীয় সমবায় পতাকা উত্তলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আরোচনা সভায় সভাপত্বি করেন  নির্বাহী অফিসার  হামিদুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা রুহুল আমিন। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা থানার চিকিৎসক সমিতির সাধারন সম্পাদক, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা। এ দিকে একই দিন দুপুরে বাঘা পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের  শুভ উদ্বোধন অনুষ্ঠানে পৌর মেয়র আক্কাছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য শেষে দুপুরে উন্নয়ন কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ¦ শাহরিয়ার আলম এমপি। পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা আ’লীগের সহসভাপতি আজিজুল আলম, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মন্জুরুল হক মনিসহ রাজনৈতিক, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের দপ্তর প্রধান, গন্যমান্য ব্যক্তিবর্গ ।

Leave A Reply

Your email address will not be published.