অচেনা যুক্তরাষ্ট্রের বিপক্ষে নতুন অভিজ্ঞতা ‍নিতে নামছে বাংলাদেশ

0 ৭৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে। চলতি আসর যৌথভাবে আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। যেখানে আগে খেলার খুব একটা অভিজ্ঞতা নেই বাংলাদেশিদের। তাই, পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যা শুরু হচ্ছে কাল থেকে।

টেক্সাসের গ্র্যান্ড প্রায়ারে স্টেডিয়ামে মঙ্গলবার (২১ মে) প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

দুদলই একে অপরের কাছে নতুন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কেউ কারও মুখোমুখি হয়নি আগে। অচেনা দুদল মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঝালিয়ে নিচ্ছে নিজেদের। বাংলাদেশের লক্ষ্য বিশ্বকাপের আগে নিজেদের ঘাটতিগুলো পূরণ করা। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতলেও আশানুরূপ প্রস্তুতি হয়নি। শেষ ম্যাচে তো জিম্বাবুয়ের কাছে বাজেভাবে হেরেই বসে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, দেশের ভুলত্রুটি শুধরে ভালো প্রস্তুতি নেওয়ার প্রত্যাশা। সেখানে গিয়ে নিজেদের ভালো মতো প্রস্তুত করছেন শান্ত-সাকিবরা। বাংলাদেশের লড়াইটা মূলত নিজেদের সঙ্গেই। কারণ, এখানে খেলবে বাংলাদেশের বিশ্বকাপের দলটাই। যদিও, প্রতিপক্ষ শিবিরে দুজন আছেন, যারা লাল-সবুজ বাহিনীকে চেনেন।

যুক্তরাষ্ট্রের কোচ স্টুয়ার্ট ল একটা সময় বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন। দায়িত্বে ছিলেন অনূর্ধ্ব-১৯ দলেরও। তার অভিজ্ঞতা কাজে দেবে স্বাগতিক যুক্তরাষ্টের। আরেকজন আছেন, তিনি কোরে অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার বর্তমানে খেলছেন মার্কিনিদের হয়ে। বাংলাদেশকে তিনি চেনেন বেশ ভালোভাবে। সবমিলিয়ে বাংলাদেশের বিপক্ষে এক্স ফ্যাক্টর ল ও অ্যান্ডারসনই।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

Leave A Reply

Your email address will not be published.