গাইবান্ধা প্রতিনিধি :
অতীতের কাজ-কর্ম মুল্যায়ন করে একাদশ সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নৌকায় ভোট চাইলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সাংসদ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, আমি ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত এই আসনে সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়নে কি না করেছি তা একবার ভেবে দেখবেন।
উপজেলার শালমারা ইউনিয়নের বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয় চত্বরে মঙ্গলবার পার্টির তৃর্নমুল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় জেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা ময়নুল হক সরকার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহাবুল সরকার, বীরমুক্তি যোদ্ধা জাবেদ আলী, আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন,মনিরুজ্জামান রুবেল, খায়রুল আলম উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগের শতভাগ মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন,উন্নয়নে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। কিন্তু যে প্রতিনিধির মাধ্যমে উন্নয়ন ঘটবে তাকে ভাল হতে হবে। নইলে উন্নয়ন ব্যহৃত হবে। এ কারণে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।