অনেক দিন পর খেয়ার একক অ্যালবাম

0 ১,০৩৩

kheya-dd_125383আলমগীর, বিনোদন : পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে তিন বছর পর কণ্ঠশিল্পী খেয়ার একক অ্যালবাম ‘খেয়া’ প্রকাশ করতে যাচ্ছে লেজার ভিশন। দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারনে তিনি গান থেকে দূরে ছিলেন। তার এবারের অ্যালবামটিতে মেলোডি ও ফোক ধারার তিনটি গান রয়েছে।

একটি গানে সহশিল্পী হিসেবে ছিলেন কাজী শুভ। জিয়াউদ্দিন আলমের কথায় অ্যালবামটির সুর করেছেন রেজওয়ান শেখ, মেহতাজ ও জে কে মজলিস।

অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, জে কে মজলিস ও রেজওয়ান শেখ।

অ্যালবামের গানগুলো হলো- দূর আকাশে, রঙ, কুলহারা ও রঙ (দ্বৈতকণ্ঠে কাজী শুভ)।

অ্যালবামটি প্রসঙ্গে কন্ঠশিল্পী খেয়া বলেন, ‘আমি আমার একক অ্যালবামের কাজটি যত্নসহকারে করেছি, অসুস্থতার কারণে একক অ্যালবামের কাজ থেকে আমি দীর্ঘদিন বিরত ছিলাম। তবে আমি চলচ্চিত্র ও মিক্সড অ্যালবামে নিয়মিত গান করেছি। আমার এই অ্যালবামটি দর্শক শ্রোতারা ভালোভাবে নিবে বলে আমার বিশ্বাস। আশা করি সবকটি গানই সবার ভালো লাগবে।

একই সঙ্গে অ্যালবামটির একটি ভিডিও লেজার ভিশন ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.