অন্তর জ্বালায় ছবিতে চমক ?

0 ১,৩৮৬

আলমগীর, বিনোদন :প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান ও পরী মনি অন্তর জ্বালা সিনেমায়। এই সিনেমায় আরও দুটি মজার চরিত্র আছে লম্বু আর মটু। সিনেমার প্রচারণায় ইচ্ছে করেই ইচ্ছে করেই এই চরিত্র দুটিকে কম হাজির করেছেন নির্মাতা মালেক আফসারি। তার ইচ্ছে হলে গিয়েই তাদের চমক দেখবে দর্শক। এই দুটি চরিত্রে জুটি হয়ে অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌমিতা মৌ।
সম্প্রতি সিনেমারি একটি গান প্রকাশিত হয়েছে। ‘তুই ফিরে তাকালে’শিরোনামের গানটিতে নেচেছেন জয় চৌধুরী ও মৌমিতা মৌ। গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ইমরান-তানজিন রুমা। সুদিপ কুমার দিপের কথায় গানটির মিউজিক করেছেন আলী আকরাম শুভ।

‘অন্তর জ্বালা’য় বেশ কিছু অংশ জুড়েই দর্শক দেখবেন জয়-মৌমিতাকে দেখা যাবে নানা বিষয় নিয়ে খুঁনসুটিতে মেতে থাকতে।এ বিষয়ে নায়ক জয় চৌধুরী বললেন,‘আমাকে একদম নতুন মোড়কে দর্শকের সামনে হাজির করেছেন মালেক আফসারি স্যার।’

জয় আরও বলেন,‘এত দিন শুধুই মাস্টার মেকার এই নির্মতার কথা শুনেছি। তার পরিচালনায় কাজ করে বুঝেছি তিনি কি করতে পারেন। লাগাম ছাড়া একটি ছেলের চরিত্র কেমন হতে পারে আমাকে দিয়ে অভিনয় করিয়ে নিয়ে তিনি তা বুঝিয়ে দিয়েছেন। এখানে একদিকে আমার চরিত্রটি সিরিয়াস অন্য দিকে মজারও বটে। আমারও ও মৌমিতার খুঁনসুটি দর্শককে মন জয় করে নেবে বলেই আমার বিশ্বাস।’

মটু চরিত্রটিতে অভিনয় করেছেন মৌমিতা। তিনি বলেন,‘এ চরিত্রে অভিনয় করেতে গিয়ে আমাকে রিতি মত ওজন বাড়াতে হয়েছে। এখানে অনেক বেশি মজার আমার চরিত্রটি। হলে গিয়ে দর্শক তা দেখলেই বুঝবেন। আমি চাই, সিনেমা মুক্তির পরেই আলোচনা হোক। আশা করি এই ছবিতে আমার অভিনয় দেখে দর্শক মনে রাখবেন আমাকে।’

নায়ক মান্নার সিনেমার একান্ত ভক্ত এক যুবক তার গ্রামে চোর হিসেবে স্বীকৃত হয়। পরিচালকের দেখা বাস্তব ঘটনা অবলম্বনে অন্তর জ্বালা চলচ্চিত্রের কাহিনী রচিত। বড় পর্দা এই কাহিনী দেখার জন্য অপেক্ষার প্রহর গুণতে হবে আরও কয়েক দিন।

Leave A Reply

Your email address will not be published.