অবশেষে স্নিগ্ধাকেই বিয়ে করলেন কিশোর
বিনোদন ডেস্ক: ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সংগীতশিল্পী কিশোর দাস বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম স্নিগ্ধা দাশ।
বৃহস্পতিবার রাতে রাজধানীর লেডিস ক্লাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কিশোর ও কিশোরগঞ্জের মেয়ে স্নিগ্ধার বিয়ে সম্পন্ন হয়।
এসময় দুই পরিবারের সদস্য ছাড়াও সঙ্গীত ও মিডিয়া অঙ্গনের শতাধিক শিল্পী-কলাকুশলী উপস্থিত ছিলেন।
নতুন জীবনে সবার কাছে আশীর্বাদ প্রত্যাশা করে কিশোর জানান, আগামী ১৮ নভেম্বর জন্মস্থান চট্টগ্রামে তাদের বিবাহোত্তর আরেকটি অনুষ্ঠান হবে।
‘যাচ্ছ দূরে যাও তুমি’, ‘বনলতা সেন’, ‘এ হৃদয় করে তোর সাধনা’, ‘আকাশ বাতাস সাক্ষী রেখে’, ‘তোমাকে ভালোবাসি বলেছি বহুবার’, ‘লাগে কলিজাতে টান’ ছাড়াও অনেক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন কিশোর।
ইতোমধ্যে তার গাওয়া ৬টির মতো একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। একাধিক চলচ্চিত্রে সংগীত পরিচালনাও করেছেন কিশোর।