অবশেসে ক্যাটরিনাকে চুমু খেতে চান হাশমি

0 ১,১৬৭

Emraan_Hasmi_Katrina1470293667আলমগীর,বিনোদন :
অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে চুমু খেতে চান এ অভিনেতা বলিউডের ‘সিরিয়াল কিসার’ খ্যাত অভিনেতা ইমরান হাশমি। রুপালি পর্দায় অনেক অভিনেত্রীর সঙ্গেই তাকে চুম্বন দৃশ্যে দেখা গেছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার এই ইচ্ছার কথা জানান তিনি।
কি কারণে ক্যাটরিনাকে চুমু খেতে চান? তার জবাবে হাশমি বলেন, ‘ভালো প্রশ্ন। কিন্তু আমি জানি না। উত্তর খুঁজে পেলে বলব। মানে ঠিক একটা কারণ খুঁজে পাচ্ছি না, কেন ক্যাটরিনাকে চুমু খেতে চাই।’
পর্দায় যেসব নায়িকাদের চুমু খেয়েছেন তার বাইরে কোন নায়িকাকে চুমু খেতে চান? এমন প্রশ্নের উত্তরে হাশমি বলেন, ‘ক্যাটরিনা কাইফ।’

ইমরান হাশমি অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা আজহার। সিনেমায় ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে রাজ রিবুট সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি।

Leave A Reply

Your email address will not be published.