অভিনয় ছেড়ে শিক্ষিকার ভূমিকায় এনা?

0 ১,৪৮৭

আলমগীর, বিনোদন : শুনে এমনটাই প্রথমে মনে হবে৷ কিন্তু না, লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঘেরাটোপ থেকে তিনি মোটেই বেরিয়ে যাচ্ছেন না৷ বলা যায় ছবির প্রয়োজনেই এ কাজ করছেন এনা৷

এনা সাহা৷ টালিউডের এক অতিপরিচিত মুখ৷ সেই অভিনেত্রী এনা তার পরবর্তী ছবির এক অবাঙালি নায়ককে বাংলা শেখানোর দায়িত্ব নিলেন নিজের কাঁধে৷ আসলে পরিচালক সঞ্জয় বরধনের ছবিতে অভিনয় করতে দেখা যাবে এনাকে৷ তবে তার বিপরীতে যে নায়ক রয়েছেন তিনি অবাঙালি৷ তাই ছবি শুরুর আগে নায়ককে একটু বাংলা ভাষাটা শেখানোর দায়িত্বটা নিয়ে নিয়েছেন এনা৷ আর অবাঙালি নায়কও যে সুন্দরী শিক্ষিকার শাসনে বাধ্য ছাত্রের মতোই কম সময়েই ভাষাটা রপ্ত করে ফেলবেন তেমনটা আশা করাই যায়৷

এ ছবি একজন বক্সারের জীবন নিয়ে৷ তার নিঃসঙ্গতা, তার ভালোবাসা, তার কষ্ট এবং তার ক্যারিয়ার৷ এ বক্সারের ভূমিকায় দেখা যাবে শিখর রূপে রনিকে, এবং বিপরীতে জিনিয়ার ভূমিকায় এনাকে৷ এছাড়াও ছবিতে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লাবনি সরকার, রজতাভ দত্ত প্রমুখ৷

Leave A Reply

Your email address will not be published.