আলমগীর,বিনোদন :
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বুড়ো লোকটাকেই বিয়ে করলেন। হেসে জানালেন, হ্যাঁ। তাহলে এ পর্যন্ত কতটা বিয়ে করলেন, খানিকটা ভেবে বললেন,৫০-৬০টি হবে!
শাহবাগের সুফিয়া কামাল গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে মঙ্গলবার প্রদর্শিত হয় তাসমিয়াহ্ আফরিন মৌ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’। ওই সিনেমার নেপথ্যে শোনা যায়, জ্যোতির কণ্ঠ।
ওইদিন সকালে রহমত আলীর সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে জ্যোতি এ বর্ষীয়ান অভিনেতার স্ত্রী ও অভিনেত্রী জলিকে লেখেন, ‘এই বিয়া বাকি ছিল !!! ওয়াহিদা মল্লিক, আমার দোষ নাই।’
সম্প্রতি বিজয় দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন জ্যোতি। সেখানে তাকে বুড়ো রাজাকারে ঘরণী হতে দেখা যাবে।
এ প্রসঙ্গে জ্যোতি জানালেন ৫০-৬০টি বিয়ের খবর। পাশ থেকে একজন বিস্ময় প্রকাশ করলে তিনি জানান, ৩০০টির মতো নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে ৫০-৬০টি বিয়ে অসম্ভব নয়।
একটু ভেবে বললেন, সবগুলো বিয়ের ছবি সংগ্রহে নেই। ৩-৪টি ছবি হয়তো পাওয়া যাবে।
জ্যোতিকে টেলিভিশন নাটকে নিয়মিত দেখা যাচ্ছে। সম্প্রতি শুরু হয়েছে তার নতুন বিজ্ঞাপনের প্রচার। এ ছাড়া সর্বশেষ দেখা গেছে মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রে। নতুন সিনেমা প্রসঙ্গে জ্যোতি জানালেন, এখনই কিছু জানাতে চান না।