অরিনের ”স্বপ্ন জুড়ে তুমি”
বিনোদন ডেস্ক : সময়ের অন্যতম আলোচিত চিত্রনায়িকা অরিন চুক্তিবদ্ধ হলেন নতুন একটি ছবিতে। এসএম জাহিদ পরিচালিত নতুন এই ছবির নাম ”স্বপ্ন জুড়ে তুমি”। ছবিটিতে প্রথমবারের মতো অরিনের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এ প্রসঙ্গে অরিন বললেন,”ছবির গল্পটা শুনেই কাজ করতে রাজি হয়েছি। চমৎকার একটি রোমান্টিক ধাঁচের লাভ স্টোরি। বাপ্পীর সাথে এটি আমার প্রথম কাজ। আশা করছি খুব ভালো একটি কাজ হবে।” ছবিটির পরিচালক জাহিদ বললেন,”বাপ্পী-অরিনকে ছবিতে চুক্তিবদ্ধ করেছি। আগামী মাসের ৪ তারিখ থেকে ছবির কাজ শুরু হবে সাভারে।” এটি ফিল্মের ব্যানারে নির্মিত এই ছবিতে আরো অভিনয় করবেন সুচরিতা, মিশা সওদাগর প্রমুখ। উল্লেখ্য,বর্তমানে অরিন ”ফিফটি ফিফটি লাভ” ও ”বিধ্বস্ত” নামের দুটি ছবিতে কাজ করছেন।