
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মােসাঃ আতিয়া খাতুন বলেন- অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর ভেজাল কাঁচামাল, মিষ্টি, কেক, রুটি ও বিস্কটু উৎপাদন ও বিপণন করার অভিযোগ ছিল। পরে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এ অপরাধে বিপাশা বেকারী মালিক আব্দুল হামিদ কে ১০ হাজার টাকা, সুমন ফুড বেকারী মালিক বজলুর রহমান কে ৫ হাজার টাকা, রিভা বেকারী মালিক ফরিদুল ইসলামকে ২ হাজার টাকা এবং সাদিয়া বেকারী মালিক শাহিনুর রহমান কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরে মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট তৈরীর ভেজাল কাঁচামাল ও উপাদানসমূহ ধ্বংস করা হয়।
এসময় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কােম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।