প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ভাই মরহুম এএইচএম শামসুজ্জামান ফিরোজ এর সহধর্মিণী অসুস্থ্য নূর আক্তার রোজিকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার বাদ জুম্মা দেখতে গিয়ে তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।
এছাড়া ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রাজাবাড়ি ডিগ্রি কলেজের শিক্ষক মরহুম বরজাহান আলীর বাড়ি গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও সমবেদনা প্রকাশ করেন পুনঃনির্বাচিত রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।