আঁচলের ‘দাগ’ শেষ
বিনোদন ডেস্ক : জনপ্রিয় নায়িকা আঁচল সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সুলতানা বিবিয়ানা’ ছবির মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন। ছবিতে নতুন এক আঁচলকেই দেখেছেন দর্শক। এদিকে এ নায়িকা শ্রীমঙ্গলে তারেক শিকদার পরিচালিত ‘দাগ’ ছবির শুটিং শেষ করলেন। ‘দাগ’ ছবিটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন বিশিষ্ট গীতিকার রফিকউজ্জামান। ছবিতে তার বিপরীতে রয়েছেন বাপ্পী চৌধুরী। এদিকে আঁচল ‘এক কোটি টাকা’ ছবিতে ডিপজলের নায়িকা হিসেবে কাজ করছেন। ছবিটি পরিচালনা করছেন ছটকু আহমেদ। ঢাকাই ছবির এই ব্যস্ত নায়িকা হঠাৎ করেই সিনেমা থেকে দূরে ছিলেন। বিরতিতে থাকায় বেশ খানিকটা মুটিয়ে গিয়েছিলেন তিনি। তাইতো এখন ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন ফিটনেস ঠিক রাখার। আঁচলের আশা হাতে থাকা ছবির মাধ্যমে দর্শকদের মনের মতো কাজ উপহার দিতে পারবেন। যেমনটা এতোদিন করেছেন তিনি।