আইটেম গানে লাজুকের শুরু

0 ১,৪৩৭

বিনোদন ডেস্ক : মডেল-নৃত্য শিল্পী লাজুককে এবার দেখা যাবে এমদাদুল হক খান পরিচালিত ”মন নিয়ে লুকোচুরি” ছবিটির আইটেম গানে। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী লাজুক সম্প্রতি এই আইটেম গানটিতে পারফর্ম করার ব্যাপারে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ প্রসঙ্গে ছবিটির এমদাদুল হক খান বললেন,”ছবির একটি আইটেম গানের মডেল হিসেবে সোনিয়া চৌধুরী লাজুককে নেয়া হয়েছে। আমরা কিছুদিনের মধ্যে গাজীপুরে শুটিং করার পরিকল্পনা রেখেছি। আশা করি আগামী মাসে ছবির সব কাজ শেষ করতে পারব।” এ প্রসঙ্গে লাজুক বললেন,”এই প্রথম ছবির আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছি। বেশ ভালো লাগছে। কারণ আমি ছোটবেলা থেকেই নাচের সাথে জড়িত। তাই বড় পর্দায় শুরুটাও নাচের মধ্য দিয়েই হচ্ছে বলে আরো ভালো লাগছে। আশা করছি দর্শকরা আমাকে আগ্রহের সাথেই গ্রহণ করবেন।” উল্লেখ্য,নাচের পাশাপাশি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় লাজুকের পথচলা শুরু।

Leave A Reply

Your email address will not be published.