আইপিএলে আজ আবারো মুখোমুখী সাকিব-মুস্তাফিজ
খেলাধুলা অনলাইন ডেস্ক : আইপিএলের ২৩তম ম্যাচে আজ মুখোমুখি হবে সাকিবের দল সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্স।
মঙ্গলবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
লিগ র্যাঙ্কিংয়ে এখন চতুর্থ স্থানে হায়দ্রাবাদ। পাঁচ ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। প্রতিটি ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন সাকিব। তিন ম্যাচে শিকার করেছেন পাঁচটি উইকেট।
অন্যদিকে পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতেছে মুম্বাই। তাদের অবস্থান সাত নম্বরে। তবে পাঁচ ম্যাচে ছয় উইকেট নিয়ে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজ।
ব্রেকিংনিউজ/