আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে গানচিলের গান ‘তুমি ছিলে প্রেরণা’

0 ৩৫৮

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: ‘এলআরবি’ প্রতিষ্ঠাতা, স্বনামধন্য সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও উপমহাদেশে জনপ্রিয় গিটারিস্ট আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবাষিকী আজ। দিনটিতে শিল্পীকে স্মরণ করে তাঁকে নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ গান ‘তুমি ছিলে প্রেরণা’। এটি গেয়েছেন আইয়ুব বাচ্চুর হাত ধরে উঠে আসা ডি-রক স্টার খ্যাত গায়ক শুভ। লিখেছেন নন্দিত গীতিকার আসিফ ইকবাল। সংগীত পরিচালনায় ফুয়াদ আল মুক্তাদির। ১৮ অক্টোবর সন্ধ্যায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে লিরিকাল ভিডিও আকারে গানটি প্রকাশ করা হয়েছে।  গানের গীতিকার ও গানচিল মিউজিকের উপদেষ্টা আসিফ ইকবাল বলেন, ‘আমাদের সংগীতে আইয়ুব বাচ্চুর অবদানের কথা সবারই জানা।এটা উনি মারা যাবার দিনই আমি লিরিক পাঠাই। ফুয়াদ সেদিনই সুর করে।শুভ’র যেমন ডি রকস্টার হয়ে উঠার পিছনে এবির অবদান আছে তেমনি আসিফের গিতিকবি হয়ে উঠআর পেছনে এবির অনেক অবদান, ফুয়াদ আল মুক্তাদির কাছে এবি ছিল অনুপ্রেরণা। সব কিছু মিলিয়ে এটি খুব বিশেষ একটি গান আমাদের কাছে।এই গানের মিউজিক ভিডিও খুব শীঘ্রই ই আসবে। ফুয়াদ দেশে আশার জন্য আমরা অপেক্ষা করছিলাম, ভিডিও পরিচালনা করবেন তানিম রহমান অংশু।শুটিং শুরু হবে ২৭শে অক্টোবর থেকে। ‘

Leave A Reply

Your email address will not be published.