আক্রান্ত আইরিন চিকুনগুনিয়ায়

0 ১,৭৬৮

আলমগীর,বিনোদন :
বিদ্যা সিনহা মিমের পর এবার এর শিকার হলেন নায়িকা আইরিন সুলতানা।
আইরিন বললেন, ‘গত তিন-চার দিন ধরে জ্বর আর শরীরে ব্যাথা। প্রথমে পাত্তা দিই নাই। পরে আমার এক বন্ধু ডাক্তারের সাথে কথা বলার পর জানলাম, চিকুনগুনিয়ার লক্ষণ।’

‘ভালোবাসা জিন্দাবাদ’ নায়িকা জানালেন, বন্ধুর পরামর্শে প্যারাসিটামল ও তুলসি পাতার রস খাচ্ছেন তিনি।

আইরিন বলেন, ‘তুলসি পাতার ঔষধি গুণের কথা অনেক শুনেছি। কিন্তু কখনো খেয়ে দেখা হয়নি। এবার খেয়ে বেশ উপকার পেলাম। জ্বর নিয়ে রোববার শুটিংও করেছি।’

আইরিন বর্তমানে অভিনয় করছেন শফিকুল ইসলাম সোহেলের ‘ভোলা’ ও বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’য়। ছবিগুলোতে তার বিপরীতে আছেন যথাক্রমে বাপ্পী ও নীরব। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে সাইফ চন্দনের ‘টার্গেট’ ও অহিদুজ্জামান ডায়মন্ডের ‘শেষ কথা’।

Leave A Reply

Your email address will not be published.