আজ থেকে রেস্তোরাঁয় ইফতারি বিক্রি চলবে, তবে ফুটপাতে মানা
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো আজ থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখতে দেয়া হবে।
গতকাল সোমবার সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এই তথ্য জানান।
মাসুদুর রহমান বলেন, ‘পাড়া-মহল্লার নিত্যপ্রয়োজনীয় দোকানপাট দুপুর ২টার পরিবর্তে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রবাদি ক্রয় করতে পারবেন।’
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘তবে স্বীকৃত কাঁচাবাজার ও সুপার শপগুলো আগের মতো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জানিয়েছে, ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেস্তোরাঁগুলো মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রি করতে পারবে। তবে কেউ ফুটপাতে কোনও ধরনের ইফতারির পশরা বসিয়ে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় করতে পারবেন না। রাজধানীবাসী ইফতারি ক্রয় করতে পারবেন। তবে রেস্টুরেন্ট/রেস্তোরাঁয় বসে ইফতার গ্রহণ করতে পারবেন না। তাছাড়া ইফতারি বিক্রি এবং ক্রেতাকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।