আজ ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ!

0 ৩২৬

স্পোর্টস ডেস্ক: সিরিজটা হাতছাড়া হয়ে গেছে দ্বিতীয় ম্যাচ হারের পরই। এখন হোয়াইওয়াশ এড়ানোর তাড়া। আর সেই দৌড়ে নতুন করে একাদশ সাজাতে মরিয়া বাংলাদেশ। দলে একাধিক পরিবর্তন আসতে পারে আজকের ম্যাচে। দেখা যেতে পারে ঢাকা প্লাটুনসের হয়ে বঙ্গবন্ধু বিপিএল মাতানো পেসর হাসান মাহমুদকে।

টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো দলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ফলে আজ লাহোরে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে একাদশ অন্তত তিনটি পরিবর্তন আসতে পারে।

ডোমিঙ্গোও চান সফরে আসা প্রতিটি খেলোয়াড়কেও বাজিয়ে দেখতে। এরই ধারাবাহিকতায় প্রথম দুই ম্যাচে বাজে বোলিং করা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তার পরিবর্তে আজ একাদশে আসতে পারেন অভিজ্ঞ রুবেল হোসেন।

দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ মিঠুনের পরিবর্তে দলে জায়গা পেয়েও কাজে লাগাতে পারেননি তিন নম্বরে ব্যাট করা মেহেদী হাসান। তার জায়গায় আজ ডাক পেতে পারেন এবারের বিপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি হাঁকানো নাজমুল হোসেন শান্ত।

আরে লেগ স্পিনার আমিনুল ইসলামের জায়গায় আজ জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে গতি তারকা হাসান মাহমুদের।

Leave A Reply

Your email address will not be published.