
আটঘরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার আটটি স্কুলের ২৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে এবং পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে।
বিতর্ক প্রতিযোগিতায় আটঘরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাজাহান আলী।
বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারি পরিচালক মোঃ মুক্তার হোসেন, সরকারি প্রোগ্রামার রোকনুজ্জামান একাডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মন্ডল, সহকারী শিক্ষক ফারুক হোসেন।