আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘড়িয়ায় তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৫ মে) মনোনয়নপত্র বাছাই শেষে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৮ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মো: তানভীর ইসলাম, সদ্য সাবেক চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম কামাল এবং মোঃ মোবারক হোসেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ ইকবাল হোসেন শেখ, আজিজুল গাফফার, মুহিদুল ইসলাম, ইউনুস আলী ও শামীম সরদার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তহুরা, উম্মে কুলসুম আরা বিউটি, পামেলা খাতুন, রাশিদা পারভীন, সামেলা খাতুন, নিলা আক্তার, আসমা খাতুন ওরুনা খাতুনের মনোনয়নপত্র বৈধ করেছেন। উল্লেখ্য যে, আগামী ২৯ মে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।