আত্রাইয়ে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0 ১০৮
আত্রাই (ন‌ওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণের করণীয় শীর্ষক মতবিনিময় ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা প্রশাসনের আয়োজনে বুধবার (৮ জুলাই) শনিবার সকাল দশটার সময় উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভা কক্ষে এই অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মাযহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক শেখ মোঃ রায়হান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, সহকারী জেলা প্রাথমিমক শিক্ষা অফিসার মোঃ সানাউল হাবিব।
উক্ত সমন্বয় সভায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে পাঠদানের উপর জোর দেওয়া, শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করানো, শিক্ষকদেরকেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুগোপযোগী পাঠদানের ব্যাপারে সজাগ থাকা, বিদ্যালয়ের আসা ও যাওয়ার বিষয়ে সকল শিক্ষক-শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়াসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সায়েদুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুনার রশিদ, পবিত্র কুমার, তোফায়েল আহমেদসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.