আত্রাইয়ে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

0 ৫৫

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন পরে সকাল ১১ টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও আহ্সানগঞ্জ রেলস্টেশন চত্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এক মিনিট নীরবতা পালন‌ এবং দোয়া ও মোনাজাত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট ওমর ফারুক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রমাণিক। এ সময় সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোখসানা হ্যাপী, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা,

প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, প্রতিবন্ধী বিষয়ক অফিসার পি.এম কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধাগণ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের প্রধানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।পরে সাড়ে এগারোটার সময় উপজেলা অডিটোরিয়াম হল এই দিবসের তাৎপর্য তুলে ধরে হয়।

Leave A Reply

Your email address will not be published.