আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও আজ ১৩ অক্টোবর (রবিবার) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।
দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে–“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি।”
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
সারাদেশে দিবসটি পালনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচি মধ্যে থাকছে র্যালি, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, প্রামান্য চিত্র প্রদর্শন ইত্যাদি।