আফগানদের আটকাতে যেমন উইকেট বানাচ্ছে বাংলাদেশ

0 ২০৮
গণমাধ্যমে কথা বলছেন হাবিবুল বাশার সুমন। ছবি : ভিডিও থেকে নেওয়া

২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ঘরের মাঠে বড় ব্যবধানে হারের লজ্জা পেয়েছিল বাংলাদেশ। ৪ বছর পর আবারও সেই আফগানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এবার আর আফগানদের বিপক্ষে স্পিন সহায়ক উইকেট বানাতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

বৃহস্পতিবার (২৫ মে) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাবিবুল বাশার সুমন জানান, ‘আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচকে নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে। আমরা আসলে কেমন উইকেট চাই, কেমন উইকেটে খেলতে চাই সেটা আমাদের মধ্যেই থাকুক। অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করবো না। মিরপুরের উইকেট কেমন হতে পারে না পারে, সেটা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।’

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে দলে অধিনায়ক সাকিবের থাকার সম্ভাবনা নেই। তাই সাকিবের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস। এছাড়া আর নতুন কোনো চমক থাকছে কি না এমন প্রশ্নের জবাবে বাশার বলেন, ‘চমক বলতে আসলে তেমন কিছু নেই। টেস্ট দলটা করব অবশ্যই যে দলটা জিততে পারে। সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়েই দল গঠন করা হবে।’

সাকিবের না থাকা নিয়ে বাশার বলেন, ‘সাকিব না থাকলে আমাদের একটা প্লেয়ার কমে যায়। সাকিব-মুশফিক দুইজন থাকলে একটা বাড়তি সুবিধা পাই। হয় আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব।’

Leave A Reply

Your email address will not be published.