আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৩

0 ৩৪৬

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের নিকটবর্তী চাহার আসিয়াব জেলায় এক আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, কাবুল থেকে ১১ কিলোমিটার দূরে চাহার আসিয়াব জেলার রেশখোরে আত্মঘাতী হামলাকারী তার শরীরে জড়ানো বোমার বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে। হামলাকারী সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

দীর্ঘ ১৮ বছর ধরে চলমান যুদ্ধের অবসানে আফগানিস্তানে চলমান শান্তি প্রক্রিয়ায় দেশটির সরকারের সঙ্গে বিরোধী সশস্ত্র সংগঠন তালেবানের আলোচনার টানাপোড়েনের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।

এর আগে ২৯ ফেব্রুয়ারি কাতারের দোহায় মার্কিন-তালেবান শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী তালেবান নিয়ন্ত্রিত অঞ্চলে অন্য সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধ এবং আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় দেশটির সরকারের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে ১৪ মাসের মধ্যে মার্কিন ও ন্যাটোর অর্ন্তভুক্ত অন্য দেশের সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা শুরু হলেও উভয়পক্ষের বন্দি বিনিময় বিষয়ক জটিলতায় আলোচনা স্থবির হয়ে পড়েছে।

Leave A Reply

Your email address will not be published.