আফফান মিতুলের “লায়লা লাঠিয়াল”
আলমগীর,বিনোদন :
শারদীয় দুর্গা পুজা উপলক্ষে(বুধবার) মহাসপ্তমীতে চ্যানেল আই’তে দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে টেলিছবি “লাঠিয়াল লায়লা”। ইরানী বিশ্বাসের রচনায় ও পরিচালনায় এতে আফফান মিতুল অভিনয় করেছেন “রংবাজ মনা” চরিত্রে যে কিনা চেয়ারম্যানের ডান হাত। আর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু। গাজীপুর কালিয়াকৈরের জমিদার বাড়িসহ নানা জায়গায় শুটিং হয়েছে “লাঠিয়াল লায়লা” টেলিছবিটির। অভিনয় করেছেন মৌসুমী হামিদ, শিরিন আলম, রেশমী, শিল্পী আশরা, রিমু খন্দকার, আরিফ অর্ক। বর্তমানে আফফান মিতুল ব্যস্ত আছেন মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত “তুমি কেন এতদূরে” সিনেমার শুটিংয়ে। এই সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় পা রেখেছেন আফফান মিতুল।