আবারও আইটেম গানে মিম
বিনোদন ডেস্ক : জনপ্রিয় মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবার পারফর্ম করলেন তার অভিনীত ও উত্তম আকাশ পরিচালিত ”আমি নেতা হবো” ছবির আইটেম গানে। এরই মধ্যে গানটির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। আর বাকি অংশের শুটিং হবে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সাথে। মিমের পারফর্ম করা এই নতুন আইটেম গানের শিরোনাম ”লাল লিপস্টিক”। আর এই আইটেম গানটির কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম। শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটিতে যাত্রাদলের মেয়ের চরিত্রে অভিনয় করছেন মিম। আর তার বিপরীতে আছেন চিত্রনায়ক শাকিব খান। এছাড়াও এই ছবিতে আরও অভিনয় করবেন ওমর সানি, মৌসুমী, কাজী হায়াৎ প্রমুখ। উল্লেখ্য,এর আগে অনন্য মামুন পরিচালিত ”আমি তোমার হতে চাই” ছবিতে আইটেম গানে পারফর্ম করেছিলেন মিম।